ইউপি সভা: ইউনিয়ন পরিষদের সভার একটি হল রুম থাকে। ঐ হল রুমে চেয়ারম্যা ও সদস্য/সদস্যাগণ অন্যান্য কর্মচারী বৃন্দ মিলিত হয়ে ইউনিয়ন সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও পর্যালচনা করা হয় । সভায় কৃষি, শিক্ষিা, শিল্প ও সমাজ উন্নয়ন প্রকল্পপের তালিকা, কমিটি গঠন ও বাস্তবায় প্রনয়ন প্রসঙ্গে ইউনিয়ন পরিষদের সিদ্ধান্ত গৃহীত হয়।
ইউপির কার্যাবলী:
স্থানীয় সরকার ( ইউরিনয় পরিষদ আইন) ২০০৯এর ৪২ ধারায় বলা হয়েছে।
১। প্রতি মাসের নির্ধারিত তারিখে মাসিক সভা অনুষ্ঠিত হবে।
২। পরিষদের সভার সদস্য সংখ্যা ৫০% হতে হবে। এর কম হইলে সভা মূলতবি হইবে।
৩। মূলতবি সভা ১৫ দিনের মধ্যে হতে হবে। সভায় হওয়ার ৭(সাত) দিন আগে নোটিশ দিতে হবে।
৪। তলবী সভা পরিচালনা করা সময় উপজেলা নির্বাহী অফিসারের নিয়োগকৃত একজন কর্মকর্তা উপস্থিত থাকিতে হইবি।
৫। চেয়ারম্যানের অনুপস্থিতে তার দায়িত্ব পালনকারী বিশেষ সভার আহবান করতে পারে।
৬। সদস্যগণের একতৃতীয়াংশ উপস্থিতিতে সভা মূলতবী থাকিবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS