Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কৃত্রিম-প্রজনন-কেন্দ্র
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন একটি সেবামূলক, প্রচারধর্মী ও তথ্য নির্ভর সরকারি সংস্থা। কৃষি তথ্য সার্ভিস দ্বিধাবিভক্তিকরণ সম্পর্কীয় সচিব কমিটির আদেশ বলে ১৯৮৬ সালে কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি তথ্য সংস্থা দ্বিধাবিভক্ত হয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ১১০টি পদ নিয়ে “মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর” সৃষ্টি করা হয়। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, পুষ্টির অভাব দূরীকরণ, দারিদ্র বিমোচন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিপুল জনগোষ্ঠীকে মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ক নতুন নতুন কলাকৌশল ও প্রযুক্তিতে উদ্বুদ্ধকরণ, সচেতনতা ও বিশ্বাসযোগ্যতা আনয়নে এ দপ্তর যোগাযোগ মাধ্যম হিসেবে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নের জন্য সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে (Stakeholder) আধুনিক তথ্য সর্ম্পকে সচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধকরণের নিমিত্ত উন্নত কলাকৌশল ও আধুনিক প্রযুক্তি বিষয়ক তথ্যাবলী বিভিন্ন গণ মাধ্যমের সাহায্যে সরবরাহ ও সেবা প্রদান নিশ্চিত করার জন্য অত্র দপ্তরকে ‘মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য ভান্ডার’ হিসেবে গণ্য করা হয়। তথ্য প্রবাহের আধুনিক কলাকৌশল অবলম্বনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়কে এগিয়ে নেওয়াই এ দপ্তরের মূল লক্ষ্য । সমাচার এনথ্রাক্স (তড়কা) রোগ প্রতিরোধে করণীয় - 30 Dec 2015 এনথ্রাক্স (তড়কা) গবাদিপশুর একটি সংক্রামক রোগ। এ রোগে আক্রান্ত হলে অধিক তাপমাত্রা, শ্বাসকষ্ট, লোম খাড়া হয়ে থাকা এবং শরীরে কাঁপুনি দেখা যায়। দ্রæত চিকিৎসা করা না হলে আক্রান্ত পশু ২ থেকে ৪৮ ঘন্টার মধ্যে মারা যায়। মৃত পশুর পেট দ্রæত ফেঁপে যায় এবং নাক, মুখ, কান, মলদ্বার ও যোনিপথ দিয়ে আলকাতরার মত রক্ত বের কৃত্রিম প্রজনন কি? - 30 Dec 2015 গাভী গরম হলে বা ডাকে আসলে ষাঁড় ছাড়া কৃত্রিম ভাবে গাভীর জরায়ুতে উন্নত জাতের ষাঁড়ের বীজ দেওয়াই কৃত্রিম প্রজনন। কৃত্রিম প্রজননের সুবিধা ঃ উন্নত জাতের ষাঁড়ের বীজ দিয়ে পাল দিয়ে দ্রæত জাত উন্নয়ন করা যায়। সঠিক সময়ে গাভীকে পাল দেয়া যায়। পাল দেওয়ার জন্য বাড়ীতে ষাঁড় রাখার দরকার হয় না বা ডাউনলোড জলাতন্ক রোগ সম্পর্কে জানুন ও প্রতিরোধ করুন PDF file বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পোল্ট্রি ফার্মে বয়স্ক তিতির পাখি PDF file মা ইলিশ pdf file কোরবানির পশুর চামড়া ছাড়ানোর সহজ পদ্ধতি pdf file শুকর চাষ pdf file স্থান: রোয়াংছড়ি উপজেলা অফিস